Tuesday , 3 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / বিনোদন / যৌনকর্মীর চরিত্রে বেশ খোলামেলা অভিনয় করেছেন-মিথিলা

যৌনকর্মীর চরিত্রে বেশ খোলামেলা অভিনয় করেছেন-মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামনে এসেছে এই সিরেজে মিথিলার প্রথম ঝলক। এতে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধপল্লি নীল কুঠিতে! শুটিং করতে হয়েছে যৌনপল্লিতে। সেখানে বসবাসের অভিজ্ঞতা কেমন, এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন মিথিলা।

তিনি বলেন, ‘গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন।’

R Mithila

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

মিথিলার কথায়, ‘মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখবে না? কেন তাদের কষ্ট বুঝবে না? আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না? সেসব বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে। চরিত্রের প্রয়োজনে বেশ খোলামেলা অভিনয়ও করেছেন ।

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয়ের বিষয়ে স্বামী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাকে অভিনয় করতে বারণ করেছিল কি না সেই প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, তার পেশাগত কোনও ব্যাপারে মাথা ঘামান না সৃজিত। কোন চরিত্রে অভিনয় করবেন না-করবেন, তা তিনি নিজেই সিদ্ধান্ত নেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

About todaynews24

Check Also

নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে গত একবছর থেকে সরগরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *