” কখনো যদি মনে পড়ে যায় ”
কবি – ইসরাত জাহান।
– কখনও যদি মনে পড়ে যায়
এই আমাকে,
আকাশ পানে চেয়ে থেকো
খুঁজে পাবে এই আমাকে,
কখনো যদি মনে পড়ে যায়
এ-ই আমাকে,
দুপুরের তপ্ত রোদ যখন তোমার
ও-ই কোমলমতি শরীরে পরবে,
ছায়া হয়ে রব তখন তোমারই পাশে।
কখনো যদি মনে মনে পড়ে যায়
এ-ই আমাকে,
টিপটিপ বৃষ্টি হয়ে ছুয়ে দেব
তোমারই পরশে।
কখনো যদি মনে পড়ে যায়
এ-ই আমাকে,
ফুল বাগানে যেও তুমি
গোলাপের সুবাসিত হয়ে,
ঘ্রাণ বিলিয়ে মন জুড়িয়ে দিব আমি।
কখনো যদি মনে পড়ে যায়
এ-ই আমাকে,,,
রাতের আধার আকাশে দৃষ্টি মেলো,
তারা হয়ে জ্বলবো
আর লুকোচুরি খেলবো
তোমারই সাথে।
কখনো যদি মনে পড়ে যায়
এ-ই আমাকে,
দু চোখ বন্ধ করে অনুভব করো
লাল শাড়ি পড়ে, আলতা পায়ে,
রঙ্গিন লাল চুড়ি, লাল টিপ পড়ে
ঠোঁট রাঙ্গিয়ে,খোপা চুলে,
বেলীফুলের মালা পড়ে
সামনে আছি দাড়িয়ে তোমারই পানে।
কখনো যদি মনে পড়ে যায়
এ-ই আমাকে,
ভেবে নিও ভালোবাসি আমি
এখনো এই আমি তোমাকে।