Wednesday , 4 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / খেলাধুলা / সাকিবের বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিবের বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানে সাকিব আল হাসান কি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন?, এ প্রশ্নের উত্তর দিতে হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে।

আর ফারুক বলেন, সাকিবের বিষয়ে এই প্রশ্নের উত্তর দেয়া তার জন্য কঠিন। বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক আহমেদ।

সেখানে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিপিএলকে স্মরণীয়  করতে নানা আয়োজনের কথাও শোনেন ফারুক। সেখানে প্রশ্ন করা হয় সাকিব আল হাসান যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে বিপিএলের গ্লামার কমবে কি না।

উত্তরে ফারুক বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত হই। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে…ও যে কারণে দেশে আসতে পারছে না।

এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না।

আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়।

এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিবের খেলার গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর খেলা হচ্ছে না।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন,  ‘একটা ফ্র্যাঞ্চাইজি লীগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’

About Editor Todaynews24

Check Also

১-১ এ ড্র হলো জ্যামাইকা টেস্ট সিরিজ

কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। কারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *