ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে সিরিয়ার পরিস্থিতি। গত কয়েকদিন যাবৎ বিদ্রোহী ও সরকারি বাহিনীর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের দখল জোরালো হওয়ার পর সরকারি বাহিনীর সঙ্গে যৌথ হামলা শুরু করেছে রাশিয়ার যুদ্ধ বিমান।
সোমবার সকালে সিরিয়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ও রুশ বিমান হামলায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, রোববার সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর ইদলিবে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী ও রাশিয়ার যুদ্ধ বিমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলেপ্পো শহর বিদ্রোহী মুক্ত করার ঘোষণা দেয়ার পরই এই হামলা চালানো হয়েছে।
সম্প্রতি বিদ্রোহীরদের দখলকৃত বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে সেনাবাহিনী। স্থানীয়রা বলছে, তুরস্কের সীমান্ত ঘেঁষা ইদলিবের জনবসতিপূর্ণ একটি এলাকায় হামলা চালানো হয়েছে। এখানে প্রায় ৪০ লাখ মানুষের বসবাস রয়েছে।
এছাড়া এই অঞ্চলটিতে অনেকেই তাঁবু খাটিয়ে অস্থায়ীভাবে বসবাস করছে। এই হামলায় ৭ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
উদ্ধারকারীরা জানিয়েছে রোববার আলেপ্পোর কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইদলিব এবং এর চারপাশে রুশ যুদ্ধ বিমানের হামলার পর কমপক্ষে ১০ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এক্সের এক পোস্টে তারা জানিয়েছে, ২৭ নভেম্বর থেকে রাশিয়ার বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে রয়েছে ২০ শিশু।