গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার নুরুল হক নুরের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
‘ভিপি নুরের আপডেট’ শিরোনামে দেয়া ওই পোস্টে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তার কিছুটা হুঁশ ফিরেছে। সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।