Thursday , 15 January 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / খেলাধুলা / বাংলাদেশকে হারাতে টেস্টের চেয়ে আরও শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশকে হারাতে টেস্টের চেয়ে আরও শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাতে টেস্টের চেয়ে আরও শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেই দলটির অধিনায়ক শাই হোপ। এছাড়াও টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জাস্টিন গ্রিভস।

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জাঙ্গুকে। এখন পর্যন্ত অভিষেকের স্বাদ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে। জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সমস্যা হয়নি তার।

২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

About Editor Todaynews24

Check Also

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে রংপুর বিভাগের প্রতিপক্ষ হতে খুলনা বিভাগের সামনে লক্ষ্যটা বড় ছিল না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *