গত ১৬ বছরের শাসনামলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের গণবিপ্লবে হতাহতের ঘটনার বিচার নিশ্চিতে আইনের আশ্রয়ে যাচ্ছে বিএনপি। এ লক্ষ্যে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে দলটি।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই দুই ইস্যুতে এখন পর্যন্ত ১৬৪টি মামলা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের তুলনায় মামলার এই সংখ্যাকে অপ্রতুল বলে মনে করছে বিএনপির হাইকমান্ড।
তাই পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীদের মামলা দায়েরে উৎসাহিত করতে এবার দলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।
এর অংশ হিসেবে কেন্দ্রীয় দফতর থেকে গত ২৪ নভেম্বর জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পৃথক দু’টি চিঠি পাঠানো হয়েছে।
সেখানে সাংগঠনিক ইউনিটগুলোকে দ্রুততার সাথে এ সংক্রান্ত সব ধরনের তথ্য-প্রমাণাদি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
এর অংশ হিসেবে কেন্দ্রীয় দফতর থেকে গত ২৪ নভেম্বর জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পৃথক দু’টি চিঠি পাঠানো হয়েছে। সেখানে সাংগঠনিক ইউনিটগুলোকে দ্রুততার সাথে এ সংক্রান্ত সব ধরনের তথ্য-প্রমাণাদি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই পুরো মামলার প্রক্রিয়াটি দেখভাল করছেন।
বিএনপির কেন্দ্রীয় দফতরের তথ্য মতে, গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ৮৩৫ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ৪২২ জন।এই গণবিপ্লবে মোট ৫ হাজারের বেশি লোক জখম হয়েছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের ২ হাজার ২৬ জন রয়েছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে সারা দেশে এ পর্যন্ত ১৫২টি মামলা করা হয়েছে।
অন্য দিকে ২০০৭ সাল থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বিচারবহির্ভূতভাবে ১ হাজার ২৭৮ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন ৮১৩ জন।
এ ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১২টি মামলা করা হয়েছে।