Sunday , 17 November 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / ড. ইউনূস: ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার হবে বাংলাদেশ

ড. ইউনূস: ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার হবে বাংলাদেশ

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। সামনের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার।

থ্রি জিরোর ভিত্তিতে নতুন সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে। যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না। সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমি আপনাদের আহ্বান জানাব, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে। যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের।

অধ্যাপক ইউনূস তার বক্তব্য শেষ করেন এই আশাবাদ দিয়ে, ‘মানবজাতি যা চায়, তা অর্জন করতে পারে। কেবল আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে’।

About Editor Todaynews24

Check Also

ভোটের পূর্বের দিনে ফরিদপুর সদরের চেয়ারম্যান কারাগারে গতিকারী।

জামিন পেলেন পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচনের আগের দিনে ফরিদপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *