জ্যামাইকা টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন বাংলাদেশের। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী মিরাজের দল। বল হাতে প্রথমে ক্যারিবীয়দের কাঁপিয়ে দেয়ার পর ব্যাট হাতেও দাপট ধরে রেখেছে টাইগাররা।
সোমবার ১ উইকেটে ৭০ রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রান নিয়েও ১৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ বেছে নেয় পাল্টা আক্রমণের পথ। ইনিংসগুলো বড় না হলেও বাংলাদেশের স্কোর সমৃদ্ধ হয়েছে। ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। লিড বেড়ে দাঁড়িয়েছে ২১১ রানে।
সোমবার ১ উইকেটে ৭০ রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রান নিয়েও ১৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ বেছে নেয় পাল্টা আক্রমণের পথ। ইনিংসগুলো বড় না হলেও বাংলাদেশের স্কোর সমৃদ্ধ হয়েছে। ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। লিড বেড়ে দাঁড়িয়েছে ২১১ রানে।
এর আগে অবশ্য বল হাতে ক্যারিবীয়দের গুড়িয়ে দেয় বাংলাদেশ। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ রানা। তা বিধ্বংসী গতিতে পুড়েছে ক্যারিবীয়রা। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন এই পেসার।