Sunday , 2 November 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই: আ স ম আব্দুর রব

কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই: আ স ম আব্দুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আব্দুর রব বলেছেন, আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। এই লড়াই বাংলার মানুষের লড়াই। বাংলাদেশের বিজয় হয় নাই। কৃষক-শ্রমিক-জনতা চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলন শুরু করল। এটা তখনই কার্যকরী হবে যখন ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না।

সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসম আব্দুর রব বলেন, যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম। বিজয় হয় নাই এখনও, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।

সংস্কার আগে নাকি নির্বাচন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *