Wednesday , 4 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / বিনোদন / আপাতত নাটক থেকে বিরতি ফারিয়া শাহরিন

আপাতত নাটক থেকে বিরতি ফারিয়া শাহরিন

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

এদিকে ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর এ বছরের মে তে মা হন তিনি।

তিনি কাল সন্ধ্যায় ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোন টাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা কিন্তু ভালো টিভিসি হলে করবো।
ধন্যবাদ।’জানা গেছে সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী্। তবে কবে নাগাদ আবার তাকে নাটকে দেখা সেটা জানা যায়নি।

About Editor Todaynews24

Check Also

নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউ ইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *