Sunday , 3 December 2023 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / আন্তর্জাতিক / ৫ হাজার ৩০০ রাশিয়ার সেনাকে হত্যা: ইউক্রেন

৫ হাজার ৩০০ রাশিয়ার সেনাকে হত্যা: ইউক্রেন

টানা পঞ্চম দিনের মতো চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত। এ নিয়ে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, প্রথম চার দিনের সংঘর্ষে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। 

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন বাহিনীর হাতে আনুমানিক পাঁচ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধ বিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায় নি। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে, রাশিয়ার ভারী ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় স্বীকার করেছে সংঘাতে তাদের বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে এর সংখ্যা জানায়নি দেশটি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের কয়েক লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। বিবিসি। 

About todaynews24

Check Also

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন আজ

ইমরান খান অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেওয়ার পর আজ সোমবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *