Saturday , 5 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / হরিপুরে বাঁশের সাঁকো পারাপারে চাদাঁ না দেওয়ায় মারপিটের অভিযোগ উঠেছে

হরিপুরে বাঁশের সাঁকো পারাপারে চাদাঁ না দেওয়ায় মারপিটের অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া ও জিগাঁ হিন্দুপাড়ার গ্রামের মধ্যবর্তী ব্রীজের উপরে তৈরী বাঁশের সাঁকো দিয়ে পারাপারে সময় চাদাঁ না দেওয়ায় পথচারীদের মারপিটের অভিযোগ উঠেছে৷ এই বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার (১৩ নভেম্বর) শনিবার রাত্রী ৯ টার সময় শিশুডাঙ্গী-জিগাঁও হিন্দুপাড়া মন্দিরে জগধাত্রী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আবু সাইদ, মানজন সহ ৭ জন বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় তফিল উদ্দীর নামে এক ব্যক্তি তাদের প্রতিজনের কাছে পাঁচ টাকা করে চাঁদা দাবি করেন ৷

এসময় তাদের কাছে টাকা নাই বললে তাদের বাঁশের সাঁকো পার হতে বাধা প্রদান করে। পরে তারা ৭ জন পারাপারের জন্য ৩০ টাকা দিয়ে বলে আমাদের কাছে আর টাকা নেয়৷ কিন্তু তফিলউদ্দীন আরো পাঁচ টাকা দাবি করেন। এই পাঁচ টাকা কম দেওয়া নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

এক পর্যায়ে মাগুড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তফিল নেতৃত্বে একই গ্রামের আবুল কালাম নেংড়ার ছেলে আলতাফুর, হবিবরের ছেলে ফরিদ, মোহাম্মদ আলীর ছেলে সফিরুল, মৃত কুতুবউদ্দীনের ছেলে মুক্তার, ধনির ছেলে আমির সহ আরো কয়েকজন একত্রিত হয়ে পথচারী আবু সাইদ, মানজন, সতেন বর্ম্মন ডডি ও উমর আলীর উপর অতর্কিত ভাবে হামলা ও মারপিট করে৷ এতে কয়েকজন পথচারী গুরুত্বর আহত হয়৷ পরে এলাকাবাসীর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করেন৷ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

About todaynews24

Check Also

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে । সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *