হরিপুর প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে ভোটের দুইদিন আগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ৫নং আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সন্ধান চেয়ে হরিপুর থানায় জিডি করেছেন তার পরিবার।
নিখোঁজ ব্যক্তির পরিবার ও জিডি সূত্রে জানাযায়, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ৫ নং আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৩ টার সময় নির্বাচনী প্রচারণার জন্য বাড়ী থেকে বের হন। রাতে সে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তার ব্যবহৃত ফোনে কল দিলে বন্ধ পায়। এরপর তাকে অনেক খোঁজা খুঁজি করার পর তার সন্ধান পাওয়া না গেলে নিখোঁজ আব্দুল হাকিমের দুলাভাই মুনসেফ আলী বাদী হয়ে বুধবার সকালে (১০নভেম্বর) হরিপুর থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জিডি’র সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।