Friday , 13 December 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / বিনোদন / সময় উপযোগী সংগঠনে রূপ দেবো ‘আমরা টেলিপ্যাব’কে-শিমুল সরকার

সময় উপযোগী সংগঠনে রূপ দেবো ‘আমরা টেলিপ্যাব’কে-শিমুল সরকার

আগামী ১৯ মার্চ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে চলছে নমিনেশন পত্র জমা দানকারীদের পরিচিতি পর্ব। সভাপতি পদে নির্বাচন করছেন মনোয়ার পাঠান এবং রোকেয়া প্রাচী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন সাজু মুনতাসির ও সাজ্জাত হোসেন দোদুল।

এ নির্বাচনে মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির প্যানেল থেকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করছেন শিমুল সরকার।

Panel

মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির প্যানেল। ছবি: সংগৃহীত

নিজেদের প্যানেলের ইশতিহার ঘোষণার পর তিনি বলেন, এরই মধ্যে আমাদের ২৭ জনের প্যানেলের ইশতিহার ঘোষণা করা হয়েছে। আমরা আমিত্বকে বিশ্বাস করি না বলেই আমাদের শ্লোগাণ- আমি না, আমরা। এই শ্লোগাণে আমরা সমমনা ২৭ জন এক হয়েছি। আমরা মনে করি আমিত্বকে দূরে ঠেলে আমরা সবাইকে নিয়ে টেলিপ্যাবকে সময় উপযোগী, আধুনিক এবং কার্যকর একটি সংগঠনে রূপ দিতে পারবো।

আইন সম্পাদক হিসেবে যে ভূমিকা রাখতে পারবে সেই ভূমিকাতে একজন ব্যারিস্টার হওয়ার প্রয়োজনীয়তা নেই। সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা প্রয়োগ করতে চান শিমুল সরকার।

প্রসঙ্গত, শিমুল সরকার একাধারে নাট্যকার নাট্যনির্মাতা, প্রযোজক। ২০০৫ সালে বাংলাদেশ টেলিভিশনের অতিথি চিত্রগ্রাহক হিসেবে পথচলা শুরু করেন। ২০০৭ সালে চ্যানেল আইয়ের একটি বিশেষ নাটকের মাধ্যমে নাট্যকার এবং পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু। এরপর বহু নাটক সিঙ্গেল ধারাবাহিক মিলিয়ে চার শতাধিক নাটকের পরিচালক এবং নাট্যকার তিনি। তার লাভ টিভি নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে ।

About todaynews24

Check Also

সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

টানা ১২ দিন অবসর কাটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিম। আর এসেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী দিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *