কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত প্রধান শিক্ষকগনের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ আর সি ইনস্ট্রাক্টর কেএম আবিদুল হাসান সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, ঘনশ্বাম ও সীমান্ত বসাক।
সমন্বয় সভায় প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন ফরিদা ইয়াসমিন কুশমত আলী আনিসুর রহমান ফইজুল ইসলাম ইয়াকুব আলী কবির হোসেন মনসুরা বেগম রমজান আলী সহ উপজেলার ১৫৬ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় বক্তারা বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা, সাবান দিয়ে হাত ধোয়া, মুজিব বর্ষ ও শিক্ষা সপ্তাহ পালন সহ ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার মান উন্নয়নে কাজ করার দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না প্রধান শিক্ষকদের মাঝে মাস্ক প্রদান করেন।