২০২৪ সালের শেষদিকে ঢাকার কনসার্টে অংশ নেয় পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’। এরপর এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ও আবদুল হান্নানও। সবশেষ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ ও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
এবার নতুন বছরের শুরুতেই ঢাকায় আসছে পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে গানের দলটি। আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘ঢাকা ড্রিমস’ শীর্ষক কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিকস কমিউনিকেশন।
কনসার্টে পাকিস্তানের কাভিশ ছাড়াও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তার দল ‘ঘাসফড়িং কয়ার’।
আয়োজক ব্লু ব্রিকস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধূর, শান্ত ও সুরেলা সংগীতায়োজন করছি, যা কিনা আমাদের দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আমাদের বিশ্বাস, আমাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টটি হবে সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’
জানা গেছে, ইতিমধ্যে কনাসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। যা টিকিটভাই ওয়েবসাইটে (https://ticketbhai.com/) পাওয়া যাচ্ছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। দর্শকদের জন্য কনসার্টের প্রবেশ গেট খোলা হবে প্রতিদিন বেলা ৩টায়।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সংগীতশিল্পী জাফর জাইদি ও মাজ মাওদুদের উদ্যোগে গড়ে উঠে কাভিশ। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা ২০০৯ সালে প্রকাশিত হয়। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’ ও ‘ফাসলে’ ইত্যাদি।