বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাটা এখন তারকাদের জন্য নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার এই ট্রেন্ডে সামিল হলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি।
অন্তঃসত্ত্বা এই নায়িকা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, পেটে হাত রেখে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শব্দেরা মিলায়ে যায়’।
গত ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একইসঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। সংবাদ মাধ্যমকে তারা দু’জনেই নিশ্চিত করেন যে, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েটা সেরে ফেলেন।
এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কাজ থেকে বিরতি নিয়েছেন পরীমণি। রাজও সেভাবে কাজ করছেন না এখন। স্ত্রীকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন, খেয়াল রাখছেন।