Saturday , 15 March 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ভোট কেন্দ্র পরিদর্শন

নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ভোট কেন্দ্র পরিদর্শন

কবিরুল ইসলাম কবির,  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৩ অক্টোবর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন হরিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন ১নং গেদুড়া ও ২নং আমগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা এবং ৫নং হরিপুর সদর ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এসএমএ করিম ও থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।

আগামী ১১ নভেম্বর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬টি ইউনিয়নে মোট ৫৪ টি ভোট কেন্দ্র রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছেন উপজেলা প্রশাসন। ভোট কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সরেজমিন পরিদর্শন করে সুন্দর পরিবেশে ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন আগামী ১১ নভেম্বর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে ৷ এবার উপজেলা ৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৬৭। পুরুষ ৫৫ হাজার ৭৭৪ ও নারী ৫৩ হাজার ১৯৩ জন ভোটার।

About todaynews24

Check Also

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *