Friday , 25 April 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / জাতীয় / রাজনীতি / গৌরব ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার

গৌরব ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘বাংলাদেশ পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে ডিএমপি নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মানুষের কাছে যাওয়া এবং তাদের কথা শোনা। একই সঙ্গে নাগরিকদের বলা, আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে এই উদাহরণ সৃষ্টি করতে চাই।

বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি সহকর্মীদের উদ্দেশে বলতে চাই, আপনারাও উদাহরণ সৃষ্টি করুন। আপনাদের আচার-আচরণ, নৈতিকতা ও জীবনযাপন পদ্ধতি এমন হতে হবে যেন তা অন্যদের জন্য অনুকরণীয় হয়। আইনগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ অফিসার সম্পর্কে সাধারণ মানুষ কী ধারণা পোষণ করে সেটিও অনেক গুরুত্বপূর্ণ। থানায় কোনো অভিযোগ এলে পুলিশকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার আরো বলেন, ‘অপরাধীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান কাজ। খুনের ঘটনা কোনো অবস্থায় যেন অপমৃত্যু হিসেবে রেকর্ড না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ দায়ী হবেন এবং এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *