Thursday , 13 March 2025 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বিনোদন / ওপার বাংলার ডাকের অপেক্ষায় ফারিণ

ওপার বাংলার ডাকের অপেক্ষায় ফারিণ

গত বছর ক্যারিয়ারের সফলতম বছর পার করেছেন ফারিণ। গত বছরের আলোচিত ছবি, গান কিংবা ওটিটি কনটেন্ট, সবেতেই তাঁর উপস্থিতি। নতুন বছরেও হাতে রয়েছে অনেক কাজ। এরমধ্যে আলোচনায় রয়েছে পশ্চিমবঙ্গের তারকা দেবের সঙ্গে ‘প্রতীক্ষা’অভিনয়ের বিষয়টি।

তবে ভিসা জটিলতার কারণে ছবিটি থেকে সরে আসেন তাসনিয়া ফারিণ। সম্প্রতি নতুন ছবি ‘প্রজাপতি ২’-এর ঘোষণা দিলেন দেব। ফের গুঞ্জন ছড়াল, এই ছবিতে দেখা যাবে ফারিণকে। গুঞ্জনের সূত্র ধরে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।

অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ থেকে ফারিণ সরে এসেছিলেন বটে। তবে ছবিটিও আর হয়নি; বরং ‘প্রজাপতি ২’ হতে যাচ্ছে অভিজিতের সেই ছবি। যেখানে দেব ছাড়াও থাকবেন মিঠুন চক্রবর্তীর মতো নন্দিত অভিনেতা। তবে নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি।

এর মধ্যে শোনা যাচ্ছে, ফারিণকে দেখা যাবে ছবিটিতে। এ নিয়ে নির্মাতা অবশ্য মুখ খোলেননি। ফারিণের কাছ থেকেও মেলেনি সম্ভাবনার আলো। তিনি বলেন, ‘পত্র-পত্রিকার খবরগুলো আমার নজরেও এসেছে। আসলে আমার সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি।

কনফার্ম হলে আমি নিজেই জানাব।’ ২০২৩ সালে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক হয় ফারিণের। সে ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। ফলে এটুকু আঁচ করাই যায়, টালিগঞ্জে ফারিণের কদর রয়েছে। সেখানে অন্য কোনো ছবি করছেন না? এ প্রশ্নের বিপরীতেও অপেক্ষায় রাখলেন।

তিনি বলেন, ‘এখনকার পরিস্থিতি তো একটু ব্যতিক্রম। একদম চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না।’

About Editor Todaynews24

Check Also

বিস্ফোরক মন্তব্য: রুক্মিণী মৈত্র

পরিচালক অর্ণব কুমার মিদ্যার ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। বর্তমানে সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *