Friday , 4 October 2024 [bangla_day] , [english_date], [bangla_date]
Home / বিনোদন / আবারও শাকিবের বিয়ে নিয়ে, অপু বিশ্বাস মুখ খুললেন
windyplentiful.com/1e8a96a80c2b9395452b63c738fdc173/invoke.js

আবারও শাকিবের বিয়ে নিয়ে, অপু বিশ্বাস মুখ খুললেন

দেশের আলোচিত তারকা শাকিব খানের তৃতীয় বিয়ের খবর এখন আকাশে- বাতাসে। বেশ কয়েক দিন ধরেই সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে তার বিয়ের খবর। এমনকি তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীও কথা বলে যাচ্ছেন তার বিয়ে নিয়ে। তবে এসব নিয়ে যথারীতি চুপ শাকিব খান।

তিনি ব্যস্ত ‘তুফান’ ছবির শুটিং নিয়ে। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খানের হবু পাত্রী একজন ডাক্তার। এ বছরই তাদের বিয়ে হচ্ছে। 

নায়কের ‘তৃতীয় বিয়ে’ নিয়ে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ।তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন।’

 

অপু আরো বলেন, ‘তিনি ( শাকিব খান) আমার ছেলে জয়ের মতো ছোট নন। তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকেই প্রশ্ন করা উচিত। প্রতিনিয়ত শাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি সত্যি ক্লান্ত।

বলে রাখা ভালো, ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা গোপনেই বিয়ে হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির। এর পরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেনি।

এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়। 

এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।

windyplentiful.com/1e8a96a80c2b9395452b63c738fdc173/invoke.js

About todaynews24

Check Also

সাকিব কাজটা ঠিক করেনি আমার ফোন ফেলে দিয়ে : জায়েদ খান

জায়েদ খানের ওপর বিরক্ত হয়ে তার স্বর্ণের আইফোন সুইমিংপুলের পানিতে ফেলে দিয়েছেন সাকিব আল হাসান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *