১৪ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসে গ্রেটার মিরপুরিয়ানের এস এস সি- ৯৭ এর বন্ধুরা আয়োজন করে “Valentine Special Adda-2021 “
লাইভে বেশ জনপ্রিয় উপস্থাপক তাজুল ইসলাম তন্ময়ের প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতেই মন মাতানো সংগীত পরিবেশন করেন রুমকি সিনহা ও পরে ডুয়েট করেন রোমেল সিনহার সাথে ।

এরপর শারমিন জুই ও মৃন্ময় মিজানের কবিতা গল্প অনেক দিন শ্রোতাদের মনে থাকবে ,
একের পর এক নিজের স্বরচিত অনবদ্য কবিতা পাঠ করেন সালমা তালুকদার।
নিয়মিত শিল্পী সামিনা রুচি না থাকলেও জাহাঙ্গীর আলম জিতু ও পিষুস মন্ডলের গানে ছিল প্রাণের ছোয়া।
ভালবাসার আড্ডায় ছিলেন ফারজানা রহমান রিংকি,

নিজেদের ভালোবাসার গল্প শেয়ার করেন ইকবাল -মিতু, তানভীর – ইশরাত, আইমান – নাঈম ও তানজিম- মুন্নি।
পুরো আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহাঙ্গীর হোসেন এবং নিদর্শনায় ছিলেন রুমন রেজাউল।