আমায় ভালোবাসলে
আসো মানুষের আড্ডায়,
বাদামের খোসার ভীরে।
আসো দিনের আলোয়
রেল লাইনের ধারে।
কখনো ফুট ওভারব্রীজের উপরে
রেলিং এ হেলান দিয়ে,
এসো ভেলপুরি খেতে খেতে গল্প করি।
ডেকো না রাতের অন্ধকারে
কোনো একাকী নির্জনে।
অন্ধকারে আমার কাছে যা চাইবে,
আমি সত্যি তোমাকে দেব।
কিন্তু সেটার ভার বহন করতে হবে
আমার আজীবন।
তুমি হয়তো ভুলবে সব,
কিন্তু আমাকে ভুলতে দেবে না সমাজ,পরিবার।
আমি তখন কোথাও
তোমার ভালোবাসা খুঁজে পাব না।
পাব তোমার দেয়া নির্মম উপহার,
আমার মূল্যহীন মানব জীবন।

-সালমা তালুকদার
০৫ জুলাই ২০১৯ ইং
যশোর সেনানিবাস