তুমি আমার জীবনের একটা অংশ।
তোমাকে চলে যেতে দেখা
আর নিজেকে জ্বলন্ত অগ্নিতে জ্বলতে দেখা একই কথা।
অল্পদিনের পরিচয়ে তোমাতে
আমি আমার জীবন দেখেছি।
জীবন যাকে দুঃখ ছাড়া কিছু দেয়নি,
তুমি তাকে ভালোবাসার দোলনায় দুলিয়ে ঘুম পারিয়েছো।
বলেছো, “তুমি আছো।” আমিও তোমার সাথে আউরেছি,
“তুমি আছো।”
আচ্ছা তুমি কি জানতে এভাবে চলে যাবার সময় আসবে।
এভাবে কাঁদতে ভুলে যাওয়া মেয়েটি আবার তোমার জন্য কাঁদবে।
আমি যে বিশ্বাস করেছিলাম তোমাকে।
সে বিশ্বাসের মূলে আঘাত আমি সইতে পারছি না।
বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে।
দু’লাইন লিখে নিজেকে শান্ত করার আপ্রান চেষ্টা আমার।
কিন্তু বারে বারে চোখের নোনা জলে শব্দেরা খেলা করে।
আমি ওদের শাসন করেও এক জায়গায় রাখতে পারছি না।
আমার হাতটাও কেমন অবশ হয়ে যাচ্ছে।
আমি তোমাকে চাই।
চিৎকার করে বলি, আমি তোমাকেই চাই।

সালমা তালুকদার
যশোর