গত ১৫ই নভেম্বর ২০১৯ প্রিমিয়ার স্কুল ঢাকার অডিটোরিয়ামে স্বনামধন্য প্রশিক্ষণসংস্থা থটস, এনজিওকে ফাউন্ডেশন ম্যাট্রা এবং এসএসসি ৯৭-এইচএসসি ৯৯ এর যৌথ উদ্যোগে উদীয়মান উদ্যোক্তাদের জন্য “Entrepreneurship 101- Be Your Own Boss” শীর্ষক দিনব্যাপী একটিকর্মশালা আয়োজন করেছে।
এই কর্মশালার উদ্দেশ্য ছিল যারা নতুন ব্যবসায় শুরু করতে চাচ্ছেন তাদের পদ্ধতি ও কাঠামোগত দিকনির্দেশনা প্রদান করা । সেই সাথে যেসব নতুন উদ্যোক্তা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন তাদের কৌশল গত নির্দেশনা প্রদান করা।
কর্মশালাটি চিন্তার উদ্রেককারী এবং সৃজনশীল উপায়ে নকশা করা হয়েছে যাতে, প্রশিক্ষনার্থীরা সঠিক ভাবে ব্যবসা শুরু করার বিভিন্নধাপ,পদ্ধতি কৌশল সম্পর্কে হাতে কলমে জ্ঞান লাভ করতেপারেন।
কর্মশালাটি থটস এবং ম্যাট্রা এর একদল অভিজ্ঞ এবং পেশাধারী কর্মকর্তাদের তত্বাবধানে পরিচালিত হয়েছে। থটস এর চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম এবং স্থপতি জনাব এস এম শাকিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ম্যাট্রা কর্মশালাটির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ৫০ এর বেশী প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং কর্মশালা শেষে আয়োজকদের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
থটস , ম্যাট্রা , এসএসসি ৯৭-এইচএসসি ৯৯ এবং কেকে ফাউন্ডেশন যৌথ ভাবে কর্মশালাটির সার্বিক অর্থায়ন এবং পরিচালনা করেন ।