গত ৭ জুন বগুড়া’য় এস এস সি ৯৭ ও এইচ এস সি ৯৯ ব্যাচের জম কালো ফ্যামিলি গেট-টুগেদার সম্পন্ন হয় , মম-ইন (পাঁচ তারকা হোটেল), নওদাপারা, রংপুর রোড, বগুড়া ৫৮০০। সারা দেশ থেকে এস এস সি ৯৭ ও এইচ এস সি ৯৯ ব্যাচের প্রায় ৫০০ প্রাক্তন ছাত্র -ছাত্রী অংশ গ্রহণ করে।
Bogura-97 l 99 Family Get Together এর বিশেষ মুহূর্তের ভিডিও…
Bogura-97 l 99 Family Get Together এর বিশেষ মুহূর্তের ভিডিও…
Gepostet von তাজুল ইসলাম তন্ময় am Sonntag, 9. Juni 2019
প্রতিটি মানুষের জীবনে বন্ধুত্ব যেন একটি স্বর্গীয় সম্পর্ক। আমরা সেই ছোটবেলা থেকে কতজনের সাথেই না বন্ধুত্ব করি। কেউ খেলার সাথী। কারও সাথে পরিচয় স্কুলে। কেউ থাকে পাশের বাড়িতে। কিন্তু বড় হতে হতে ঝরে যায় আমাদের অনেক সম্পর্ক। ছোটবেলার বন্ধুরা এক সময় কোথায় হারিয়ে যায়! সেই হারানো বন্ধুত্ব ফিরে পেলে কেমন অনুভূতি হয় !!
প্রায় ২২ বছর পর দেখা হলো সব বন্ধু-বান্ধবীদের সাথে, যাদের সাথে নিয়মিত স্কুলের এক বেঞ্চে বসা, দুষ্টুমি করা, গল্প হাসি-কান্না সবকিছুই চলতো। তাই বহু আকাংখিত সেই দিন ছিলো ৭ জুন ২০১৯ ।
অনুষ্ঠান সূচীতে ছিল
১) আগমন এবং কুশল বিনিময়
২) কেক কেটে বন্ধুত্ব উৎদযাপন
৩) পূনর্মিলন অনুষ্ঠান
৪) সাংস্কৃতিক অনুষ্ঠান
শারমিন জুই ও মুর্তজা তপু এর উপস্থাপনায় শুরুতেই শিশু শিল্পীদের চমৎকার নাচ, গান ও কবিতা পরিবেশনা সবার নজর কারে ।
এর পর একের পর এক সংগীত পরিবেশন করেন প্রাপ্তি, মল্লিকা , শাহরিয়ার অনিক, কনি, কাকলি, জিতু, মৌসুমী , সাইদ, ও তুহি্নের গান সবাইকে মন মুগ্ধ করেছে,
কনি ও তারেকের গান সবাইকে ২২ বছর আগে ফিরিয়ে নিয়া গিয়েছিল, যে গানে তাদের পরিচয় , পরিণয় ও পরে বিয়ে।
শারমিন জুইয়ের সাবলীল উপস্থাপনা গান , নাচ মাতিয়ে রেখে ছিল পুরো অনুষ্ঠান ।নাচ পরিবেশন করেন তিবা, মল্লিকা ও জুই । সর্বশেষ তাজুল ইসলাম তন্ময়ের কমেডিতে হাসি ও বিনোদনে ভরপুর ছিল , যা অনেক দিন সবাই মনে রাখবে।
মইনুল করিম তুহিন বলেন একেই বন্ধুত্ব বলে , খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা, অল্প কজন কেই চিনতাম আমি। তারপরেও সব্বাইকে আপন মনে হয়েছে, সবাই ব্যাচমেট বন্ধু।একে একে পরিচয় হয় , এরমধ্যে যে প্রানের বন্ধন ছিলো, আত্মার টান ছিলো তা প্রতি মুহূর্তে সবার চোখেমুখে ।
ফারহানা বলেন ইদানীং কালের কৃত্রিম সব মানুষের মাঝে প্রান ফিরে পাওয়া সময়গুলো বারবার ফিরে আসুক নিস্বার্থ বন্ধুত্ব নিয়ে আর সবাইকে বুঝিয়ে দিক, একেই বন্ধুত্ব বলে। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা, সবসময় মনে হতো এমন করে কি আদৌ আমাদের এক সাথে হওয়া সম্ভব কিনা? সবার এতো প্রানবন্ত উপস্থিতি প্রোগ্রাম কে স্বার্থক করেছে। ”
শুভ মেহেদি বলেন “বন্ধুত্বের টানে বন্ধুর পথকে উপেক্ষা করে তোমরা এসেছিলে। জানি, আজীবন এভাবেই আসবে, পাশে থাকবে, দৃঢ় হবে বন্ধন। যারা আসতে পারোনি, দুঃখ করোনা। কোনো এক মাহেন্দ্রক্ষণ এ আবার দেখা হবে। সেইদিন পর্যন্ত ভালো থেকো সবাই, এগিয়ে যাও দূর্বার গতিতে ।
উম্মে ফাতিমা লিসা বলেন “কোন কৃত্রিম কিছু না,যা ছিলো তার পুরোটাই ছিল প্রাকৃতিক।একেই বলে স্কুল এর বন্ধু।
ইদানীং কালের কৃত্রিম সব মানুষের মাঝে প্রান ফিরে পাওয়া সময়গুলো বারবার ফিরে আসুক নিস্বার্থ বন্ধুত্ব নিয়ে আর সবাইকে বুঝিয়ে দিক, একেই বন্ধুত্ব বলে। ”

“বন্ধুত্ব অটুট থাকুক”।