নর্দান ফ্যাশন লিমিটেড এর সেল্স ও মারচেনডাইজিং এর অায়োজনে ইফতার ও দোয়া মাহফিল গত ১৩ই জুন অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে নর্দান ফ্যাশনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন বিভাগের কয়েক হাজার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঈদের ছুটির আগে এমন ইফতার পাটি সকল বিভাগের কমীদের মিলন মেলায় পরিনত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান
জনাব অাহম্মদ সোহেল মন্জুর তার বক্তব্যে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং সকলে যাতে সুন্দর ভাবে ঈদের ছুটি শেষ করে ঘড়ে ফিরতে পারে এ অাশা ব্যাক্ত করেন।
জনাব সাঈদ হাসান বলেন এমন একটা সুন্দর ইফতার ও দোয়া মাহফিল সফলতার সাথে অনুষ্টিত হওয়ায় অায়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠান সফল ভাবে সম্পাদন করেছেন কামরুজামান টিপু, নজরুল ইসলাম, অায়ুব অালী, রাসেল, রিজু,পাভেল সহ সকল একদল উদমী মারচেনডাইজার।